বঙ্গবন্ধুর নাম মুছতেই সোহরাওয়ার্দীতে শিশু পার্ক হয়েছিল
বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিশু পার্ক করেছিল তৎকালীন সরকার বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, অসৎ উদ্দেশ্যেই শিশু পার্কটি করা হয়। পরবর্তী সময়ে শিশুপার্ক সরাতে কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন আদালত।
এ সময় আদালত বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালি মন্দির থাকবে। তবে মন্দির পাশে কোনো কমপ্লেক্স থাকতে পারবে না।
৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস ঘোষণা এবং ভাষণের স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের নির্দেশনা চেয়ে করা রিটে মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ মন্তব্য করেন।
শিশু পার্ক সরানোর বিষয়ে সরকারের পদক্ষেপ আগামী ১৮ ফেব্রুয়ারি জানানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুনানিতে রিটকারী আইনজীবী বলেন, ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্থানে ২০০০ হাজার ফিট উচ্চতার বঙ্গবন্ধু লিবার্টি স্ট্যাচু নির্মাণ করতে হবে। এছাড়া বঙ্গবন্ধু টাওয়ার নির্মাণ করতে হবে।
বিশ্বের প্রায় ৬২টি দেশে এমন জাতীয় নেতার ভাস্কর্য রয়েছে।